Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

 বরাবর,

চেয়ারম্যান,

২০নংচররমনীমোহন ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর।

 বিষয়ঃ অংশীদারগনের মধ্য ভূমি বন্টনের আবেদন।

বাদীঃ মোঃ সেরাজল হক মোল্লা,পিতাঃ মৃত ওসমান মোল্লা সাং চর আলী হাসান, লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর।

 

বিবাদীঃ

১। মোহন মোল্লা,পিতাঃ মৃত ওসমান মোল্লা

২।আবদুর রহিম মোল্লা পিতাঃ ঐ সাং চর আলী হাসান,ওয়ার্ডনং ০৫ ২০নংচররমনীমোহন সদর লক্ষ্মীপুর

স্বাক্ষীঃ

১।কারী আবদুস সামাদ

২। আলী হোসেন

৩। আবুল মোল্লা

৪। জয়নাল মোল্রা সর্ব সাং চর আলী হাসান লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর।

 

জনাব,বিনীত নিবেদন এই যে, বিবাদীগণ আমার ভাই, আমরা তিন ভাই মিলে চর আলী হাসান মৌজার ২৬৩ নং খতিয়ান ভূক্ত ৮৭৪ নং দাগে ৭৬ শতাংশ ভূমি ক্রয় করি । উক্ত ভূমির পশ্চিম পাশ্বে রাস্তা বিদ্যালয় ।এখন আমাদের ভূমিটি পূর্ব পশ্চিমে ভাগ না করলে পূর্বাংশে  যে পরবে তার বাহির হইবার কোন সুযোগ খাকিবে না। তাই পূর্ব পশ্চিমে বন্টন করার বিশেষ প্রয়োজন।

 

অতএব,মহোদয় সমিপে আরজ,তদন্ত পূর্বক  বিহিত ব্যবস্থা গ্রহন করে জমিটি পূর্ব পশ্চিমে বন্টন করতে মহোদয়ের শুভ মর্জি হয়।