বিস্তারিত
লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নে ০৯নং ওয়ার্ডে অবস্থিত স্লুইজ গেইট। এটি ২০০০ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেন। স্লুইজ গেইট এর অন্যতম উদ্দেশ্য নেভিগেশন । নেভিগেশন এর মাধ্যমে নদীর পানি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এটি মেঘনা নদী ও রহমত খালী খালের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এর দুই পাশে প্রচুর কৃষি জমি রয়েছে। এই স্লুইজ গেইট বর্ষা মৌসুমে যেমন অত্র ইউনিয়ন তথা সদর উপজেলার জনগণ ও তাদের কৃষি জমিকে বন্যার হাত থেকে রক্ষা করে, অপরদিকে শুকনো মৌসুমে এর মজুদকৃত পানি দুই পাশের কৃষি জমিতে সেচ কাজে ব্যবহৃত হয়ে থাকে; যা অত্র এলাকার কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। লক্ষ্মীপুর সদর উপজেলার যেকোন স্টেশন থেকে সিএনজি/বাস যোগে এতে সহজে যাতায়াত করা যায়।