Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
সাইফিয়া দরবার শরীফ
Details

নামঃ সাইফিয়া দরবার শরীফ

সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ২০নংচররমনীমোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত। মান্দারী নিবাসী জনাব পীরে কামেল মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী ১৯৯২ সালে  এ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। পরে তিনি এখানে একটি আলিম মাদরাসা,একটি মসজিদ,একটি এতিম খানা প্রতিষ্ঠা করেন । এছাড়াও ২০১০ সালে তিনি একটি খানকা শরীফ প্রতিষ্ঠা করেন। প্রতি বছর এখানে ওরস হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত হয়ে হাজার হাজার ভক্ত এ ওরশে অংশ গ্রহণ করেন।  তাই প্রতিষ্ঠানটি অত্র ইউনিয়নের মধ্যে বিখ্যাত।